• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

হিজড়ারা তৃতীয় লিঙ্গ-সমকামীরা বাদ


প্রকাশিত: ৮:৩৬ পিএম, ৩০ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৬ বার

ডেস্ক রিপোর্টার  : হিজড়ারাই কেবল তৃতীয় লিঙ্গের মর্যাদা পাবেন। কোনো গে, লেসবিয়ান বা 1উভকামীদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দেওয়া হবে না। ভারতের সুপ্রীম কোর্ট এক রায়ে আজ এ তথ্য জানিয়েছে।

এর মাধ্যমে ২০১৪ সালে দেশটির শীর্ষ আদালতে যে রায় দেওয়া হয়- তাতে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ সমকামী বা উভকামীরা হিজড়ার কোটাভুক্ত হবেন না। ভারতে হিজড়াদের সমান সুবিধা পাবেন না সমকামীরা।টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

২০১৪ সালের ঐতিহাসিক রায়ে হিজড়াদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দেওয়ার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তৃতীয় লিঙ্গের মানুষদের কোটাভিত্তিক সব ধরনের সুযোগ দেওয়ার ব্যবস্থা করে দিতে সরকারকে নির্দেশ দিয়েছিল আদালত।

তারই প্রেক্ষিতে সরকার দাবি করেছিল, ওই রায়ে গে, লেসবিয়ান ও উভকামীদেরও তৃতীয় লিঙ্গের মর্যাদা দেওয়া হবে কি না সে বিষয়ে ধোয়াশা রয়ে গেছে। সেজন্যই তারা রায়কে বাস্তবায়িত করতে পারছে না।

সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, ‘কোনও ধোয়াশা নেই। রায়ে পরিষ্কার বলা রয়েছে যে, লেসবিয়ান, গে ও উভকামীরা তৃতীয় লিঙ্গের আওতায় পড়বেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুধু হিজড়াই ওই বিভাগে পড়বেন।’