• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

হিজড়াদের বিয়ের পক্ষে ৫০ আলেমের ফতোয়া


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৯ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৪৩ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার   :  পাকিস্তানে তৃতীয় লিঙ্গের বিয়ে সংক্রান্ত ফতোয়া দিয়েছে ৫০ জন hআলেমের একটি দল। তারা জানিয়েছে, তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো তাদের শারীরিক গঠন অনুসারে বিয়ে করতে পারবে। বিষয়টি স্বাগত জানিয়েছে দেশটির তৃতীয় লিঙ্গ অধিকারে নিয়োজিত সমাজকর্মীরা। তবে এ সময় তারা দৃষ্টিভঙ্গি আরো পরিবর্তনের কথা জানায়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রবিবার পাকিস্তানে কয়েকজন ধর্মীয় আলেমের দেয়া ফতোয়াতে বলা হয়েছে, শারীরিক গঠনে যেসব তৃতীয় লিঙ্গের মানুষ পুরুষের মত তারা নারীদের বিয়ে করতে পারবেন, আবার যাদের গঠন নারীর মত তারা পুরুষ বিয়ে করতে পারবেন। তবে যাদের শারীরিক গঠন পুরুষ ও নারী উভয়ের মতই তারা বিয়ে করতে পারবে না। তৃতীয় লিঙ্গের এই মানুষগুলোকে অপমান বা উত্যক্ত করা ইসলামের দৃষ্টিতে অপরাধ বলে মত দেয় তারা।
7
তৃতীয় লিঙ্গের অধিকার কর্মী আলমাস ববি জানান, ‘আমরা এটাতেই খুশি, আমাদের নিয়ে অন্তত কেউ তো কথা বলেছে। শরিয়াহ অনুযায়ী আমরা বিয়ের অধিকার রাখি। কিন্তু সমাজের ভুল ধারণা শেষ করা না গেলে হিজড়া সম্প্রদায়ের উন্নতি সম্ভব নয়।’

কামার নাসিম নামে আরেকজন সমাজকর্মী বলেন, এটা একটা ভাল উদ্যোগ। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে না দিলে অবস্থার পরিবর্তন ঘটবে না। তিনি বলেন, পুলিশ অনেক তৃতীয় লিঙ্গের বিয়ের সময় গ্রেফতার করে। কারণ তারা মনে করে এটা সমলিঙ্গের বিয়ে।