• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

হিজাব পড়ে বডিবিল্ডিং মাত বানু’র


প্রকাশিত: ৫:২৩ পিএম, ১০ মার্চ ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

 
higab lady-www.jatirkhantha.com.bd
কেরল প্রতিনিধি :  হিজাব পড়ে এক মুসলমান নারী বডিবিল্ডিং মাত করে দিয়েছেন। হিজাব পড়া ওই মুসলিম নারীর নাম বানু।এবার সেই বানুই ‘কেরল’ মাত করেছেন।জানা গেছে, বডি বিল্ডারদের সাধারণত যে ভাবে দেখতে অভ্যস্ত, তার থেকে অনেকটাই আলাদা তিনি। মঞ্চের একপাশে হিজাব আর কালো পোশাকে আগাগোড়া ঢেকে দাঁড়িয়েছিলেন। পাশে ছিলেন আরও প্রতিযোগী।

বিচারকের মুখ থেকে নিজের নামটা শুনে আনন্দে চোখ চিকচিক করে উঠল। সম্প্রতি কোচির দুর্বার মলে অনুষ্ঠিত মিস্টার কেরল বডি বিল্ডিং প্রতিযোগিতায় মহিলা পাওয়ার লিফ্টিং বিভাগে জয়ী হয়েছেন তিনি— মাজিজিয়া বানু। কেরল পাওয়ার লিফ্টিং অ্যাসেসিয়েশন তাঁকে ‘স্ট্রং ওম্যান অফ কেরল’ খেতাব দিয়েছে।