• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

হিংসায় জ্বলে মরে আজ নামানোই হলোনা কাটার জাদুকর মুস্তাফিজকে-ক্ষুদ্ধ বাংলাদেশ ও সাতক্ষীরাবাসী


প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৭ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৩ বার

আসমা খন্দকার   :   হিংসায় জ্বলে মরে আজ খেলতেই নামানো হলোনা কাটার জাদুকর মুস্তাফিজকে। 1গুরুত্বপূর্ণ ম্যাচে আজ খেলা হচ্ছে না মুস্তাফিজের। আইপিএলে আজ বাঁচা-মরার ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের। হারলে বিদায়, জিতলে ফাইনাল।

2এর চেয়ে বাংলাদেশের মানুষের কাছে আজ ছিল মুস্তাফিজের ফাইনাল। সারা বাংলাদেশের সবার বড় আগ্রহ হয়ে ছিল, আরেকবার মুস্তাফিজের চারটি ওভার দেখা। কিন্তু সেই আশার গুড়ে বালি। কথিত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আজ ম্যাচটিতে নামানোই হলোনা মুস্তাফিজুর রহমানকে।

4ওদিকে আজ মুস্তাফিজকে না খেলানোয় সাতক্ষীরাবাসী দারুণ ক্ষুদ্ধ।বিভিন্ন জায়গায় আজ বড় পর্দায় মুস্তাফিজের খেলা দেখার আয়োজন করা হলেও মুস্তাফিজকে না খেলানোয় সবাই হতাশা ব্যক্ত করেছেন।

তারা বলেছেন, এটা হিংসার বহিঃপ্রকাশ। কারণ আজ মুস্তাফিজ খেরতে নতুন রেকর্ড সৃষ্ঠি হতো। এটা ভারতীয় ক্রিকেটাররা চাননি। কথিত হ্যামস্ট্রিং এর চোটের কথাও ভুয়া বলে দাবি করেছেন সাতক্ষীরাবাসী।

2মুস্তাফিজ টুর্নামেন্টের শুরু থেকেই আলো ছড়িয়ে আসছেন। কী ইনিংসের শুরুর দিকে, কী শেষে, মুস্তাফিজই ছিলেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ভরসা। প্রতিটি ম্যাচেই খেলেছেন, ভরসার প্রতিদানও দিয়ে এসেছেন। কিন্তু আজ গুজরাট লায়ন্সের সঙ্গে কোয়ালিফায়ার টু নামের ‘সেমিফাইনালে’ই খেলা হচ্ছে না মুস্তাফিজের।

ম্যাচের ফল কী হবে কে জানে, জিতলে হয়তো ফাইনালে খেলা হতে পারে বাংলাদেশ পেসারের। আর না জিতলে? না খেলার হতাশা নিয়েই ফিরতে হবে ‘কাটার জাদুকরকে’।