• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

হায় হায় মোবাইল প্রেম অতপরঃ…


প্রকাশিত: ৯:৪৫ পিএম, ২৭ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৯ বার

1স্টাফ রিপোর্টার  :   রাজধানীর রামপুরায় ‘প্রেমে প্রত্যাখ্যাত’ হয়ে সাফিয়া আনজুম প্রমি (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। বুধবার দুপুরে রামপুরার বনশ্রী এলাকার তিতাস রোডে ১৮৩/২ নম্বর বাড়ির ৭ম তলার ছাদ থেকে পড়ে প্রমির মৃত্যু হয়। সে তার পরিবারের সঙ্গে বাড়ির ৫ম তলায় থাকতো।

প্রমির বোন তাফিয়া আফরিন বৃষ্টি জানান, স্থানীয় আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়তো প্রমি। তিনবোনের মধ্যে প্রমি ছোট। একটা ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতো সে। সকালে প্রমি ছেলেটিকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। পরে তার বোন অভিমানে দুপুর ১ টার দিকে ৭ম তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন।

প্রমিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ২টা ১০ মিনিটে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তার বাবার নাম আলাউদ্দিন সরকার। তাদের বাড়ি রাজশাহীর পবা থানার শিতলাই গ্রামে।