• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

হাসি আর ভালোবাসা-ক্যানসারে লড়ছেন সোনালি


প্রকাশিত: ৪:৪৪ পিএম, ১২ জুলাই ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

 

sonali-bendre-huma-qureshi-www.jatirkhantha.com.bd বিনোদন রিপোর্টার :  কিছুদিন আগেই ঘোষণা দিলেন সোনালি বেন্দ্রে, ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন, এরপর হয়তো কঠিন এই রোগের সঙ্গে লড়তে লড়তে মুষড়ে পড়বেন বলিউডের এই হাস্যোজ্জ্বল নায়িকা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল তাঁর এক ভিন্ন রূপ। হাসি আর ভালোবাসা দিয়ে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে এখন চিকিৎসা করাচ্ছেন সোনালি বেন্দ্রে। সেখানে তাঁর সঙ্গে আছেন স্বামী চিত্রপরিচালক গোল্ডি বেহেল ও ছেলে রণবীর। ক্যানসার নিয়ে প্রতিটি দিন তাঁর কেমন যাচ্ছে, তা নিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও ছবি প্রকাশ করেন সোনালি।

তাতে দেখা যায়, কেমোথেরাপি শুরুর আগে এই অভিনেত্রী নিজের লম্বা চুল ছেঁটে ফেলছেন। চুল কাটতে গিয়ে চোখ ভিজে আসে তাঁর। তবে পরক্ষণেই আবার হেসে সব শঙ্কা আর কষ্ট উড়িয়ে দেন। সবশেষে নতুন রূপে হাজির হওয়া সোনালিকে আরও উদ্দীপ্ত ও প্রাণবন্ত দেখায়, যখন স্বামী গোল্ডি তাঁর কপালে চুমু দিয়ে পাশে থাকার জানান দেন।
সোনালি বেন্দ্রে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই ছবি ও ভিডিওর সঙ্গে সোনালি লেখেন, ‘আমার প্রিয় লেখক ইসাবেল আইয়েন্দে বলেছেন, “আমরা জানি না আমরা কতটা শক্তিশালী, যতক্ষণ না আমাদের ভেতরের শক্তি আমাদের সামনের দিকে এগিয়ে নেয়। কোনো খারাপ সময়ে, যুদ্ধে এবং প্রয়োজনের সময় মানুষ অসাধারণ কিছু করে ফেলে। মানুষের বেঁচে থাকার ক্ষমতা এবং নতুন করে শক্তি সঞ্চয়ের ক্ষমতা অসাধারণ।”’

সোনালি আরও লেখেন, ‘গত কয়েক দিনে আমি যে ভালোবাসা পেয়েছি, তা ছিল হৃদয়নিংড়ানো। আমি তাঁদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, যাঁরা আমাকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার গল্পগুলো বলেছেন। হতে পারে এগুলো আপনাদের অথবা আপনাদের প্রিয়জনদের কারও জীবনে ঘটা।

আপনাদের গল্পগুলো আমাকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমি জেনেছি, এখন আমি একা নই।’সোনালির এই পোস্টে অনেকেই তাঁর শক্তি ও প্রাণবন্ত আমেজের প্রশংসা করেছেন। একতা কাপুর, করণ জোহর, কারিশমা কাপুর, শ্রদ্ধা কাপুর, নেহা ধুপিয়া, ফারাহ খানসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।