• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

হাসিনা নির্বাচন করেছেন বলেই আজ দেশে গণতন্ত্র-নির্বাচন না হলে দেশে এখন সামরিক শাসন থাকত


প্রকাশিত: ৬:২৪ পিএম, ৮ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

সিরাজগঞ্জ প্রতিনিধি ও শাহজাদপুর সংবাদদাতা :  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর বাংলাদেশকে ভালোবেসে অনেক গান, কবিতা, প্রবন্ধসহ বিভিন্ন SHAJADPUR-NASIM-www.jatirkhantha.com.bdরচনা রেখে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এ দেশেকে ভালোবেসেছেন। বিশ্ব কবির এই রচনাগুলো জাতির পিতা মন দিয়ে অনুভব করেছেন। বিশ্ব কবি এই শাহজাদপুরে এসে অনেক লেখা লিখেছেন। সেই শাহজাদপুরেই বর্তমান সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত বছরের এই দিনে শাহজাদপুরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ব বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কাজ অনেকদূর এগিয়েছে। একনেকে পাশ করাসহ সংসদেও অনুমতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। মন্ত্রী আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে বলেই আজ দেশে এমন অনেক উন্নয়ন কাজ হচ্ছে। নির্বাচন না হলে দেশে এখন সামরিক শাসন থাকতো। কিন্তু শেখ হাসিনা নির্বাচন করেছেন বলেই আজ দেশে গণতন্ত্র রয়েছে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার সরকার বার বার দরকার উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া সিংগাপুরসহ নানা দেশের সরকার দীর্ঘস্থায়ী ছিল বলেই সে দেশগুলো এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশেও এমন দীর্ঘস্থায়ী সরকার থাকলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শাহজাদপুরের মাটি পুণ্যভূমি। শাহমখদুমসহ অনেকর জন্মভূমি এই শাহজাদপুর। রবীন্দ্র নাথের স্মৃতি ধন্য এই শাহজাদপুর। শাহজাদপুর উন্নয়নের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।