• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

হাফেজি না পড়ায় শিকলবন্দী ছেলে-পরে উদ্ধার বাবা-শিক্ষক পাকরাও


প্রকাশিত: ৮:২৪ পিএম, ১২ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৯ বার

হাইকোর্ট রিপোর্টার  :   হাফেজি পড়তে না চাওয়ায় যশোরে আবুজার নামে এক শিশুকে শেকল দিয়ে abu-ajhar-তালাবদ্ধ করে রাখার অভিযোগে বাবা ও মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, হাফেজি পড়তে না চাওয়ায় তার পিতার সম্মতিতে তাকে শিকলবন্দী করে রেখেছিলেন তার শিক্ষক জাহাঙ্গীর আলম। সেখান থেকে পালিয়ে আবুজার মাগুরায় আসলে ভায়নার মোড় থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনাটি জানাজানি হয়। এর প্রেক্ষিতে গতকাল বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবীরা। পরে বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি মোঃ সেলিমের হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।