• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

হাতবোমা ফাটিয়ে সঙ্গিতা জুয়েলার্স লুটপাট গাজীপুরে


প্রকাশিত: ৭:০২ এএম, ১৩ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০৩ বার

মোস্তফা কামাল প্রধান : গাজীপুরের শ্রীপুরে হাতবোমা ফাটিয়ে গয়নার দোকান লুট করেছে একদল মুখোশধারী। শুক্রবার 99সন্ধ্যায় উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকার সংগীতা জুয়েলার্সে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।লুটপাট করা স্বর্ণালংকারের পরিমান ‘কয়েক’শ ভরি বলে দাবি করা হয়েছে।

আহতরা হলেন- সংগীতা জুয়েলার্সের মালিকের ছেলে সুব্রত ও কর্মচারী চন্দন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ওসি আসাদুজ্জামান বলেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে একদল মুখোশধারী সংগীতা জুয়েলার্সে প্রবেশ করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা ওই দোকান থেকে বেশ কিছু স্বর্ণালংকার লুট করে মাইক্রোবাসে করে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়।

বোমার সি্প্লন্টারে মালিকের ছেলে ও এক কর্মচারী আহত হন বলে জানান ওসি।