• রোববার , ২২ ডিসেম্বর ২০২৪

হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবে না এপ্রিল থেকে-আমু


প্রকাশিত: ৯:৩৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২০৬ বার

সংসদ রিপোর্টার  :  আগামী এপ্রিল থেকে রাজধানীর হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে পারবে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন Amu-www.jatirkhantha.com.bdআমু। সোমবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে তিনি বলেন, ‘ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের জন্য আমি যে আল্টিমেটাম দিয়েছি- সেই অনুযায়ী কাজ চলছে। মার্চ মাসের ভেতরে আমরা সাভারে বেশকিছু ট্যানারি চালু করতে সক্ষম হবো।’

তিনি বলেন, ‘এপ্রিল মাসের দিকে সেখানে পুরোদমে কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি; এপ্রিল মাস থেকে হাজারীবাগে যাতে কোনো কাঁচা চামড়া ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হবে।’নির্ধারিত এই সময় শেষে হাজারীবাগে আর কাঁচা চামড়া ঢুকতে না দিতে এই কঠোর অবস্থানের কথা সংসদে বললেন শিল্পমন্ত্রী।