• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

হাজবেন্ড-ওয়াইফ রিয়াজ-অপু!


প্রকাশিত: ২:৩৮ পিএম, ১৯ আগস্ট ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭১ বার

বিনোদন রিপোর্টার :  এবার বিজ্ঞাপনে হাজবেন্ড-ওয়াইফ রিয়াজ-অপু!  জনপ্রিয় নায়ক রিয়াজ ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস apu-riaj-www.jatirkhantha.com.bdএখন চলচ্চিত্রে নিয়মিত না হলেও এবার রিয়াজ-অপু জুটি হচ্ছেন। নাভানা গ্রুপের কয়েকটি পণ্যের ২০টি সিরিজ বিজ্ঞাপনে মডেল হতে যাচ্ছেন তারা। কোম্পানির সঙ্গে তারা দুই বছরের চুক্তি সই করেছেন আগেই।

২১ আগস্ট থেকে টানা ৩ দিন নাভানার বিজ্ঞাপনের শুটিং এ অংশ নেবেন রিয়াজ-অপু। রাজধানীর একটি শুটিং স্টুডিওতে ৩দিনে ৪টি বিজ্ঞাপনের শুটিং করবেন এ দুই ঢালিউড তারকা। শনিবার অনলাইন দৈনিক জাতিরকন্ঠ কে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এসএম সালাউদ্দিন।

পরিচালক বলেন, রিয়াজ ভাই আগেও আমার সঙ্গে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি একজন গুণী অভিনেতা। অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে এবারই আমার প্রথম কাজ। বিজ্ঞাপনটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে তাদের দেখা যাবে। এ দুই ফিল্মস্টারকে একসঙ্গে নিয়ে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস।

রিয়াজ-অপু এর আগে ‘শুভ বিবাহ’  ও ‘বাজাও বিয়ের বাজনা’  ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। বড় পর্দায় দর্শকরা তাদের রসায়ন পছন্দও করেছিলেন। তবে পরবর্তীতে আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। এবার বিজ্ঞাপণে একসঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াতে রিয়াজ-অপু দু’জনেই বেশ  আনন্দিত।