হাইমচরের সেই নেতাকে ‘ধপাস’ এবার তার বিচার হবে-ওবায়দুল
হাইমচর প্রতিনিধি : হাইমচরের সেই নেতাকে ‘ধপাস’ করে ফেলে দিল আওয়ামী লীগ। এনিয়ে এলাকায় উল্লাশ করেছেন জনতা, অনেকে মিষ্ঠি বিতরণ করেছেন। আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, কোমলমতি স্কুল-ছাত্রদের পিঠকে সেতু বানিয়ে ওঠা সেই রহস্যজনক রসিক নেতাকে এবার ”ধপাস” করে ফেলে দিয়েছে আওয়ামী লীগ।
চাঁদপুরের এই উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি সেতু উদ্ধোধনের সময় তিনি এ ঘোষণা দেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাইমচরে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তৈরি করা মানব সেতুর ওপর দিয়ে হাঁটার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। সেতুমন্ত্রী বলেন, ‘অন্যায় করে কেউ পার পাবে না। সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক।’ তিনি আরও বলেন, ‘নূর হোসেন পাটওয়ারীকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তার বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।’
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিকে নিয়ে বিএনপির দ্বিমত প্রকাশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা একে অপরকেই বিশ্বাস করে না। তাই তাদের সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয়।’ এসময় সেখানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এম পি সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানাসহ অনেকে।