• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

হলি আর্টিসানে জিম্মি মালিহার আর্তনাদ ‘বাবা আমরা বিপদে, আমাদের বাঁচাও’


প্রকাশিত: ৪:১৫ এএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২১৪ বার

 

সাইফুল বারী মাসুম : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি

 জিম্মি মালিহার বাবা হলি আর্টিসানের পাশে দুশ্চিন্তায় দাড়িয়ে
জিম্মি মালিহার বাবা হলি আর্টিসানের পাশে দুশ্চিন্তায় দাড়িয়ে

হওয়াদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মালিহা। জিম্মি হওয়ার পরপরই তিনি তার বাবার কাছে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছেন।শুক্রবার রাত সোয়া ১১টার দিকে জিম্মি মালিহার বাবা বোরহান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইফতারের কিছুক্ষণ পরই মেয়ে আমাকে ফোন করে বলে, বাবা আমরা বিপদে, আমাদের বাঁচাও। এরপরই তিনি বাসা থেকে নেমে রাস্তায় চলে আসেন। তাদের বাসা রেস্টুরেন্টের অপর পাশেই বলে জানান তিনি। এ সময় পাশে থাকা মালিহার মা কান্নায় ভেঙে পড়েন।

মালিহার বাবা বোরহান বলেন, বিকেলের দিকে মালিহা তার ৪/৫ জন বান্ধবীকে নিয়ে ওই রেস্টুরেন্টে খেতে যায়। ফোনে মালিহা জানিয়েছে ভেতরে অস্ত্রধারীরা সবাইকে জিম্মি করে ঘুরে বেড়াচ্ছে। তবে ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না তা মালিহা জানাতে পারেননি।