• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

হলি আর্টিজান স্টাইলে জঙ্গি হামলা থাইল্যান্ডে


প্রকাশিত: ৪:৩৬ এএম, ১২ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫৩ বার

ব্যাঙ্কক থেকে আজম মল্লিক   :    ঢাকার গুলশানের হলি আর্টিজান স্টাইলে এবার নাশকতা চালানো 1হয়েছে থাইল্যান্ডে। বৃহস্পতিবার রাতের দিকে ওই দেশের হুয়া হিন এলাকায় একটি রিসর্টে জোড়া বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি।

একইসঙ্গে জখম হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। জখমদের মধ্যে অনেক বিদেশী পর্যটক আছেন। স্থানীয়দের মতে, মাত্র ৩০ মিনিট সময়ের ব্যবধানে ওই দুই বিস্ফোরণ ঘটে।

৫০ মিটার দূরত্বের ব্যবধানে রাখা ছিল বিস্2ফোরক দু’টি। এছাড়াও ওই এলাকার অদূরে অন্য একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তাবাহিনী। সমগ্র শহর জুড়ে চালানো হচ্ছে তল্লাশি অভিযান।