• শুক্রবার , ৩ মে ২০২৪

‘হলি আর্টিজান’ সন্ত্রাসী হামলায় আইএস-২ পুলিশ কর্মকর্তা নিহত-৬ ঘন্টায়ও জিম্মি উদ্ধার হয়নি


প্রকাশিত: ৩:৩৯ এএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৬ বার

এস রহমান  :    রাজধানীর গুলশানে হলি আর্টিসান এ সন্ত্রাসীদের গোলাগুলি  ও গ্রেনেড হামলার দায় artijan police dead-www.jatirkhantha.com.bdস্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)।এরআগে  ‘হলি আর্টিজান’-এ সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সরেজমিনে দেখা গেছে-

শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজধানীর গুলশানে জিম্মি ঘটনার ছয় ঘণ্টা পার হয়ে গেলেও এখনও কোন জিম্মিকে উদ্ধার করতে পারেনি পুলিশ গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ঠরা বলছেন, রাত তিনটায়ও উদ্ধার করা সম্ভব হয়নি সন্ত্রাসীদের হাতে আটক জিম্মিদের।

এদিকে রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়‍) আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত​​ দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ​ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।

ঘটনাস্থলে ৩০ সদস্যের নৌ কমাণ্ডো দল

এদিকে উদ্ধার অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে পৌঁছেছে ৩০ সদস্যের নৌ কমাণ্ডো দল। এছাড়া আছে পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াতসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় সকল ইউনিটের সদস্যরা। এ ঘটনায় পুরো গুলশান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শুক্রবার রাতে গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিসান বেকারি’ নামের রেস্টুরেন্টে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তারা গুলি ও গ্রেনেড ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

তারা বেশ কয়েকজন বিদেশিসহ অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে বলে জানা গেছে। জিম্মিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।হামলার ঘটনায় এ পর্যন্ত পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের নাম-

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- পুলিশ কনস্টেবল প্রদীপ (২০), আলমগীর (২০) ও পথচারী আবদুর রাজ্জাক (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরও কয়েকজনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশকে গুলি না চালানোর অনুরোধ-

এদিকে হামলার পরে জিম্মি হওয়া কয়েকজন তাদের স্বজনদের কাছে ফোন করে পুলিশকে গুলি না চালানোর অনুরোধ করেছেন। তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা একে৪৭ এর মতো অত্যাধুনিক অস্ত্র বহন করছে। সংখ্যায় তারা ৭-৮জন।

গুলি চালালে সন্ত্রাসীরা তাদের মেরে ফেলতে পারে। বর্তমানে তাদের ফোনগুলো বাজলেও কেউ রিসিভ করছেন না। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা সবার ফোন নিয়ে নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জিম্মিকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

দুই পুলিশ কর্মকর্তা নিহত-

গুলশানে ‘হলি আর্টিজান’-এ সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হয়েছেন।ঘটনার পর আহতাবস্থায় রবিউল ইসলাম ও গুলিবিদ্ধ বনানী থানার ওসি সালাহউদ্দিন কে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাদের কে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জুয়েল রানা জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোলাগুলির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হয়েছেন।তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় সালাউদ্দিনকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।