• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

হলি আর্টিজান সন্ত্রাসী হামলা-নিহত দুই পুলিশ কর্মকর্তার স্বজনদের আহাজারি


প্রকাশিত: ৪:২৪ এএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

এস রহমান   :  রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায়

নিহত দুই পুলিশ কর্মকর্তা
নিহত দুই পুলিশ কর্মকর্তা

নিহতদের পরিবারে এখন চলছে কান্না আর আহাজারি। হামলার ঘটনায় নিহত বনানী থানার ওসি সালাহউদ্দিন ও ডিবির সহকারী কমিশনার রবিউল। মামা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘আমার ভাগনেকে আল্লাহ তুলে নিছে। আমরা গুলি লাগার খবর পেয়ে সাভার থেকে রওনা দিই। পথেই জানতে পারি রবিউল মারা গেছেন।’

ওই মামার সঙ্গে রবিউলের স্ত্রী, সন্তান ও অন্যান্য সদস্যরাও হাসপাতালে এসেছেন। ওই মামা জানান, রবিউলের সাত বছরের একটি ছেলে আছে। রবিউলের স্ত্রী সন্তানসম্ভবা। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের কাটিবাড়ি।

পুলিশের ওই দুই কর্মকর্তার নিহত হওয়ার খবর পেয়ে তাদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে ‘হলি আর্টিজান বেকারি’ নামে ওই রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করে মুহুর্মুহু গুলি ছুঁড়ে ও বোমা ফাটায়। এতে পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।গোলাগুলির পর ২০ বিদেশীসহ প্রায় ৩০জন এখনও জিম্মি রয়েছেন বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।