হলি আর্টিজান মামলার নির্ভুল চার্জশিট দেব-স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে হলি আর্টিজানের ঘটনায় খুব শিগগিরিই ত্রুটিমুক্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার্জশিট যেন ত্রুটিমুক্ত এবং নির্ভুল হয় সেজন্যই প্রয়োজনীয় সময় নিয়ে এই মামলার তদন্তকাজ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
তিনি আরও বলেন, সেই দিনটি আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। আমরা বুঝতে শিখেছিলাম, এই জঙ্গিরা কী চায়, কী তাদের উদ্দেশ্য, কারা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা, কারা অর্থায়ন করেছে। সবই খুব সূক্ষ্মভাবে দেখেছি। সেই জন্য অভিযোগপত্র দিতে একটু সময় নিয়েছি।
গত ১ জুলাই রাতে গুলশানের ৭৯ নম্বর সড়কে বিদেশিদের কাছে জনপ্রিয় হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাৎক্ষণিকভাবে তাদের মোকাবেলা করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। পরদিন সকালে সেখানে সেনাবাহিনী নেতৃত্বে চালানো কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। পরে সেখানে ১৭ বিদেশিসহ ২০ জনের মরদেহ পাওয়া যায়, যাদের জিম্মি করেছিল জঙ্গিরা।