• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

হলি আর্টিজানে জিম্মিদের উদ্ধারে কিছুক্ষণের মধ্যে অভিযান


প্রকাশিত: ৬:১৩ এএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

সরেজমিনে বিশেষ প্রতিনিধি   :  গুলশানের রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় উদ্ধার অভিযানের প্রস্তুতি শেষ 00করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো সময় অভিযান শুরু হতে পারে। শনিবার ভোর চারটা থেকেই পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াত ও নৌ-বাহিনীর কমান্ডোদের সমন্বয়ে এ অভিযানের প্রস্তুতি শুরু হয়।

 গুলশানে থমথমে পরিস্থিাত-
গুলশানে থমথমে পরিস্থিাত-

ঘটনাস্থলের আশপাশে থাকা আমাদের প্রতিবেদকেরা জানান, ভোর চারটা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতিতে নিতে শুরু করেন। সাড়ে চারটার দিকেই তাদের প্রস্তুতি শেষ হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছেন তারা।

এর আগে শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন আছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর থেকে পুরো চার কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। রাতভর ওই এলাকায় বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছিলেন।

শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালানো হয়। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হয়েছেন অন্তত ৫০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।

জঙ্গি হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
এই ধরনের অতর্কিত হামলা চালিয়ে মানুষজনকে জিম্মি করার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জিম্মিদের অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।