• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

হলি আর্টজানে জিম্মি সংকটের অবসান-৬ বন্দুকধারী নিহত-১জন জীবিত আটক-প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১:৩৪ পিএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

বিশেষ প্রতিনিধি : গুলি বিনিময়ে ৬ বন্দুকধারী নিহত এবং একজনকে জিবিত আটক করার মাধ্যমে অবশেষে জিম্মি সংকটের অবসান হয়েছে।রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হা1মলাকারীদের মধ্যে ছয়জনকে হত্যা ও একজনকে জীবিতকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রেস্তোরাঁটিতে জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন প্রকল্পের উদ্বোধনকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, জঙ্গিদের আমরা খতম করতে পেরেছি, এজন্য আল্লাহর শোকরিয়া আদায় করছি। এ সময় জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার রাতে একদল বন্দুকধারী গুলশানের রেস্তোরাঁটিতে হামলা চালায়। তারা বিদেশীসহ অন্তত ২০ জনকে জিম্মি করে।খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী ওই রেস্তোরাঁর কাছে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোড়ে। এতে ডিএমপির (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় জানান, জিম্মি সংকটের অবসানে সিলেট, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের প্যারা ট্রুপারদের তলব করা হয়। রাত ৪টার দিকে তারা গুলশানের জড়ো হন। পরে সকালে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এর মধ্য দিয়ে জিম্মি সংকটের অবসান হয়।