• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

হলমার্ক তানভীরদের জামাই আদরে বাগড়া


প্রকাশিত: ২:৪৬ এএম, ১৫ জানুয়ারী ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭৭ বার

Halmark-www.jatirkhantha.com.bdতুষার আব্দুল্লাহ  :  সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাটকারী হলমার্ক তানভীরদের জামাই আদরে বাগড়া দিয়েছে পুলিশ।ওই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে অবশেষে প্রিজনভ্যানে করে সাধারণ কয়েদির সঙ্গে আদালতে হাজির করা হয়েছে। এ সময় তানভীরের ভায়রা তুষার আহমেদও ওই প্রিজনভ্যানে  ছিলেন।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁদের হাজির করা হয়।এর আগে তানভীর মাহমুদ ও তুষার আহমেদকে ভাড়া করা মাইক্রোবাসে করে আনা-নেওয়া করা হতো।

এদিকে তানভীরের আইনজীবী আদালতে তানভীর ও তুষারকে বিশেষ বাহনে করে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে আজ আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে কারা বিধি মোতাবেক এই দুই আসামিকে আদালতে আনা-নেওয়া করার নির্দেশ দেন।

এ ছাড়া হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৫ জানুয়ারি  ধার্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান মোল্লা।ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা ১১টি মামলার বিচার চলছে।

মামলাগুলোর প্রধান আসামি হলেন তানভীর মাহমুদ ও তুষার আহমেদ। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা অপর ২৭টি মামলার বিচার চলছে। সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় এসব মামলা হয়েছে।