• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

হরতালে নাশকতা ঠেকাতে বিজিবি মোতায়েন


প্রকাশিত: ৮:১২ পিএম, ৮ মার্চ ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

 
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ডাকা বুধবারের হরতালে নাশকতা ঠেকাতে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন 1করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। আজ দুপুরে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে হরতালের এ ঘোষণা দেওয়া হয়।

বিজিবির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, জামায়াতের হরতালে রাজধানীতে নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সন্ধ্যায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কাল বুধবার সকাল পর্যন্ত বিজিবি মাঠে থাকবে।