• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

হবিগঞ্জে চার শিশু খুনে ৯ ঘাতকের বিরুদ্ধে চার্জ


প্রকাশিত: ২:৪৪ পিএম, ৫ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫২ বার

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় ৯জনকে অভিযু1ক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম এ চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তদের মধ্যে পঞ্চায়েত আব্দুল আলী বাগল, তার ছেলে জুয়েল ও রুবেল, একই গ্রামের শাহেদ, আরজু এবং বশির কারাগারে আটক রয়েছেন। বাকি তিন আসামি পলাতক। এছাড়া কারাগারে আটক অপর আসামি সালেহ-এর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

আদালতের পুলিশ পরিদর্শক কামাল হোসেন চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৪ শিশু অপহরণের পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটির নিচে ওই চার শিশুর লাশ পাওয়া যায়।