• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

হত্যাকারীরা কি এমপি লিটনের পূর্ব পরিচিত ?


প্রকাশিত: ৩:০৬ পিএম, ১ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৯ বার

গাইবান্ধা প্রতিনিধি  :  হত্যাকারীরা কি এমপি  লিটনের পূর্ব পরিচিত ? তানাহলে খুনীদের সঙ্গে কিছুক্ষণ 22কথা বলেছিলেন কেন এমপি লিটন ? গাইবান্ধা জেলার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় ভাই বলেছেন, হত্যাকারীরা যখন এসে এমপির খোঁজ করছিলেন তখন এমপি তাদের ভেতরে ডেকে নিয়েছিলেন এবং এমপি তাদের সঙ্গে কিছু সময় কথাও বলেছিলেন।

তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিলো। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবারই মুখ মাপলার দিয়ে জড়ানো ছিলো। মাত্র একজনের মুখ সামন্য খোলা ছিলো, যা দেখে তাকে ফর্সা মনে বর্ণের মনে হয়েছিলো।এর আগে কখনো এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিলো কিনা জানতে চাইলে এমপির বড় ভাই বলেছেন, এর আগে এমন কোন হত্যার হুমকি আসেনি।

এই হত্যাকান্ডের তদন্তে পিবিআই’য়ের দুইটি দল পুলিশের অপরাধ তদন্ত শাখার কর্মকর্তা (সিআইডি) এবং র‌্যাবের একটি অংশসহ মোট ৫টি তদন্ত দল কাজ করছে। এই তদন্তে দলীয় কোন্দল, জামায়তা-শিবিরের সম্পৃক্ততা, জঙ্গিবাদসহ মোট তিনটি দিক গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।