• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

‘হত্যাকাণ্ডটি এমপি রানার অফিসেই হয়েছে-জামিন দিতে পারছি না’


প্রকাশিত: ৫:৪৫ পিএম, ২৮ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৯৩ বার

 
হাইকোর্ট রিপোর্টার : মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য mp-rana-www-jatirkhantha-com-bdআমানুর রহমান রানাকে জামিন দেয়নি হাইকোর্ট। তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আদালত।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এমপি রানা বর্তমানে কারাগারে রয়েছেন। ফারুক আহমেদ হত্যা মামলায় সম্প্রতি হাইকোটে জামিন চেয়ে আবেদন করে রানা। তার পক্ষে আইনজীবী ছিলেন বাসেত মজুমদার, এসএম মুবিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মুহম্মদ বশিরউল্লাহ।

শুনানির এক পর্যায়ে আদালত বলেন, মামলার এজহার চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করে দেখতে পাচ্ছি হত্যাকাণ্ডের ঘটনাটি রানার অফিসেই হয়েছে। ফলে এ অবস্থায় আমরা জামিন দিতে পারছি না।এরপরই আইনজীবীরা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়ার আবেদন জানালে আদালত মঞ্জুর করেন।