• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

হতদরিদ্রদের জন্যে নুরুল ইসলাম…


প্রকাশিত: ১:৪৭ এএম, ৩০ মার্চ ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৬৮ বার


কাপ্তাই প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের প্রকোপে হতদরিদ্র দিনমজুররা আজ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঠিক সেই মুহুর্তে কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস এর অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক নুরুল ইসলাম চৌধুরী এগিয়ে আসলেন দুর্দিনের এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।

আজ রবিবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহামেদ রাসেলের হাতে অসহায় মানুষের জন্য এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেন নুরুল ইসলাম চৌধুরী। একজন সৎ বিনয়ী ব্যাক্তি, সমাজসেবক নুরুল ইসলাম চৌধুরী কাপ্তাইের শীলছড়ি এলাকায় বসবাস করছেন এবং তাঁর সুযোগ্য পুত্র আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বর্তমানে ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহামেদ রাসেল এই প্রতিবেদককে জানান সমাজসেবক নুরুল ইসলাম চৌধুরীর ইচ্ছামতে তিনি ৫০ হাজার টাকা ১নং ইউপি এবং ৫নং ওয়াগ্গা ইউপি হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রদান করেন।
আমাদের সমাজের বিত্তবান ব্যাক্তিদের আজ সময় এসেছে দেশের এই সংকটকালীন সময়ে সমাজসেবক নুরুল ইসলাম চৌধুরির মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর।