• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

হঠাৎ পরিস্থিতি বদলে যাচ্ছে-বিএনপি থেকে ফালুর পদত্যাগ ?


প্রকাশিত: ৮:০৮ পিএম, ৬ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৩১ বার

প্রিয়া রহমান  :  হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যাচ্ছে বিএনপির। অভিযোগ উঠেছে-ব্যাক্তিত্বের প্রশ্ন Khaleda_Falu_www.jatirkhantha.com.bdনিয়ে ? ফলে যা হবার তাই হয়েছে-বিএনপি থেকে পদত্যাগ করেছেন অনেকের প্রিয় ব্যক্তিত্ব ফালু ভাই?

সূত্র জানায়, পদপ্রাপ্তির মাত্র সাড়ে চার ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু। বিদায়ী কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তিনি।

কেন দৃশ্যপট এমন হচ্ছে এ নিয়ে সবাই নিশ্চুপ।কেই কোন উত্তর দিচ্ছেন না। মন্তব্য করতে চাননি খোদ মোসাদ্দেক আলী ফালু’ও।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর লেখা এ পদত্যাগপত্রটি শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।
khalada-falu--www.jatirkhantha.com.bd
পদত্যাগপত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করায় খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ফালু লেখেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত ও শারীরিক কারণে আমার পক্ষে ওইপদে থাকা সম্ভব হচ্ছে না। তাই নতুন কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগপত্রটি গ্রহণ করে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন মোসাদ্দেক আলী ফালু।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যানের পদ পান মোসাদ্দেক আলী ফালু।