হঠাৎ দুদকের হাজি সেলিম প্রীতি কিন্তু আপিল বিভাগের না—
প্রিয়া রহমান.ঢাকা: দুর্নীতি মামলায় নিম্ন আদালতে দণ্ডিত সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে খালাস দিয়ে হাই কোর্টের দেওয়া রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের আবেদন খারিজ করে সোমবার বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়।হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও দুদক এক পর্যায়ে আপিল না চালানোর সিদ্ধান্ত নেয়। সে অনুসারে দুদকের আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড মাহমুদা বেগম মামলাটি উত্থাপিত হয়নি মর্মে (নটপ্রেস) খারিজের আবেদন করেন।