• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

হঠাৎ করে রাজধানীতে একের পর এক আগুন-মতিঝিলে আগুন বিডিবিএল ভবনে


প্রকাশিত: ১২:২২ পিএম, ১০ এপ্রিল ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮৩ বার

 

স্টাফ রিপোর্টার : হঠাৎ করে রাজধানীতে একের পর এক আগুন লাগছে। আজ মতিঝিলে বাংলাদেশ ডেভলপমেন্ট ffব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।এর আগে বাংলাদেশ ব্যাংকে আগুনের সূত্রপাত হয়।এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।এরপর আগুন লাগে এলিফ্যান্ট রোডের সানরাইজ ভবনে।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল ৬টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, সকালে ২৪ তলা ওই ভবনের ২০ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।তিনি আরও জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।

বাংলাদেশ ব্যাংকে আগুনে ক্ষতি ৮০ লাখ টাকা-
বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা। অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদনে ক্ষয়ক্ষতির এ হিসাব পাওয়া গেছে বলে বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান।শুভংকর সাহা জানান, আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথি পোড়া যায়নি। সেখানে একটি ইলেকট্রিক কেটলি পাওয়া গেছে। বিভাগে এমন ইলেকট্রিক যন্ত্র রাখা ঠিক নয়। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করেছে।

গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষ ও তার ব্যক্তিগত সহকারীর বসার জায়গা পুড়ে যায়।এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ওই দিনই বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটি মঙ্গলবার বিকেলে তাদের প্রতিবেদন জমা দেয়।

আগুন লাগার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট ও ইলেকট্রিক কেটলি থেকে আগুনের সূত্রপাত হয়।এছাড়া অগ্নিকাণ্ডে তিনটি কম্পিউটার ও ইউপিএস, একটি করে স্ক্যানার ও ফটোকপি মেশিন, দুটি প্রিন্টার, কয়েকটি চেয়ার-টেবিলসহ কিছু আসবাব পুড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।