• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

হঠাৎ কঙ্গনা’র প্রেম অমিতাভ বচ্চন


প্রকাশিত: ৭:৪৭ পিএম, ৬ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৭ বার

বিনোদন রিপোর্টার  :   কঙ্গনা রানাউত বলিউডের একজন চমৎকার অভিনেত্রী বলে মন্তব্য করেছেন Kangana-Amitabh-www.jatirkhantha.com.bdবর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। নিজেকে এই অভিনেত্রীর একজন বড় প্রশংসাকারী বলেও জানান বিগ বি। নিজের আসন্ন মুভি ‘তেথ্রিএন’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন অমিতাভ।

ঋত্বিক ও কঙ্গনার মধ্যকার অাইনি বিরোধ নিয়েও মতামত জানতে চাওয়া হয়েছিল বিগ বির কাছে। তবে এ নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ‘পিকু’ ও ‘মানু ওয়েডস তনু রিটার্নস’ মুভিতে চমৎকার অভিনয়ের সুবাদে আলাদাভাবে গত মঙ্গলবার ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন অমিতাভ ও কঙ্গনা।