• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে অনিয়ম তদন্তে কমিটি


প্রকাশিত: ৭:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৪৭ বার

স্টাফ রিপোর্টার  :  হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন haj---করেছে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি বজলুল হক হারুন এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুনকে আহ্বায়ক ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিলকে সদস্য সচিব করে অনিয়মের বিষয়টি তদন্ত করতে একটি কমিটি করা হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর লিখিত অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে প্রাক-নিবন্ধনে অনিয়ম নিয়ে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।