• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

হংকংয়ে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ৮:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ১৪ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

hangkongআন্তর্জাতিক ডেস্ক:  পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে শুক্রবার থেকে হংকং-এ বিক্ষোভ চলছে। আজ সোমবার তা ৪র্থ দিনে গড়ালো। রোববারেও হংকং-এর সিটি সেন্টারে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

তবে এই বিক্ষোভকে অবৈধ ঘোষণা করেছেন হংকং-এর চিফ এক্সিকিউটিভ সিওয়াই লিউঙ।

সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকং-এর সিটি সেন্টারে  চলমান বিক্ষোভের ৩য় দিনেও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। ঘটেছে গ্রেফতার আর দফায় দফায় টিয়ার শেল ছোড়ার ঘটনাও।

তবে গ্রেফতার ও পুলিশের হামলা উপেক্ষা করেও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

হংকং-এর চিফ এক্সিকিউটিভ সিওয়াই লিউঙ বলেছেন, হংকং-এ ২০১৭ সালের নির্বাচন যেভাবে করার পরিকল্পনা করা হয়েছে ঠিক সেভাবেই নির্বাচন হবে। তবে ভবিষ্যতে আন্দোলনকারীদের দাবি পূরণ হতে পারে বলেও একধরনের আশ্বাস দিয়েছেন তিনি।

হংকংয়ের বাসিন্দা বাংলাদেশি এ ও এম রাশেদ বলছেন, শহরে থমথমে ভাব রয়েছে। তবে সেন্ট্রাল যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে।

উল্লেখ্য, হংকং হচ্ছে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকংয়ের প্রধান নেতা নির্বাচনের ক্ষেত্রেও চীন ভেটো দিতে পারে।

বিক্ষোভকারীরা বলছে, কোনো ভেটো নয়, আগামী ২০১৭ সালে হংকং-এ যে নির্বাচন হবে তা হতে হবে পুরোপুরি গণতান্ত্রিক একটি নির্বাচন।কিন্তু ক’দিন আগেই চীন সেই দাবি নাকচ করে দেওয়ার পর থেকেই হংকং-এ দানা বাঁধে বিক্ষোভ।