সড়ক ও জনপথে ফের ঘুষ কেলেংকারি-পাকরাও মিজান
দুদক সূত্র জানায়, উপসচিব মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য সড়ক ও জনপথের ঠিকাদার মাইনুদ্দিন চৌধুরীর কাছে ঘুষ দাবি করে আসছিলেন। তাকে এক লাখ ৯০ হাজার টাকা দেন মাইনুদ্দিন। কিন্তু তিনি আরো নয় লাখ টাকা দাবি করেন মাইনুদ্দিনের কাছে।
এ ব্যাপারে দুদকের কাছে অভিযোগ করেন মাইনুদ্দিন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্ট ফুডের দোকানে অবস্থান নেয়। সেখানে মিজানকে ঘুষের টাকা দেয়ার পর তাকে হাতেনাতে গ্রেফতার করেন দুদকের কর্মকর্তারা। খিলগাঁও থানায় সোপর্দ করা মিজানুরকে কাল সোমবার আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।