• বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫

সড়ক ও জনপথে ফের ঘুষ কেলেংকারি-পাকরাও মিজান


প্রকাশিত: ২:০২ এএম, ৯ জানুয়ারী ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৬৪ বার

  বিশেষ প্রতিনিধি  :  ঘুষ নেয়ার সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব gusপালনরত উপসচিব মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রোববার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি প্রেষণে সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োজিত। গ্রেফতারের পর তাকে খিলগাঁও থানায় সোপর্দ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টচার‌্য গণমাধ্যমকে এ তথ নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, উপসচিব মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য সড়ক ও জনপথের ঠিকাদার মাইনুদ্দিন চৌধুরীর কাছে ঘুষ দাবি করে আসছিলেন। তাকে এক লাখ ৯০ হাজার টাকা দেন মাইনুদ্দিন। কিন্তু তিনি আরো নয় লাখ টাকা দাবি করেন মাইনুদ্দিনের কাছে।

এ ব্যাপারে দুদকের কাছে অভিযোগ করেন মাইনুদ্দিন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্ট ফুডের দোকানে অবস্থান নেয়। সেখানে মিজানকে ঘুষের টাকা দেয়ার পর তাকে হাতেনাতে গ্রেফতার করেন দুদকের কর্মকর্তারা। খিলগাঁও থানায় সোপর্দ করা মিজানুরকে কাল সোমবার আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।