• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

‘স্বৈরাচার সরকারের মামলা রাজপথে মোকাবিলা করবো’


প্রকাশিত: ৯:২৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৯৮ বার

ঢাবি প্রতিনিধি : ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা স্বৈরাচার সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি বলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই মিথ্যা মামলা আইনগত নয়, রাজপথেই মোকাবিলা করবেন বলে জানিয়েছেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার সন্ধ্যায় মামলার বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর জাতিরকন্ঠ কে এভাবেই কথা বলেন। তিনি বলেন, এসব মামলায় আমরা আদালতে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবো না। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা রাজপথেই মোকাবিলা করবো।ভিপি নুর বলেন, এর আগেও আমার নামে চুরির মামলা, ধর্মীয় উস্কানি দেয়ার প্রহসনমূলক মামলা হয়েছে। আর এমন রাজনৈতিক মামলা এই সরকারের আমলে অনেক প্রতিবাদী মানুষের বিরুদ্ধে হয়েছে। কাজেই আমরা মামলায় বিচলিত নই। রাজনৈতিক মামলা রাজপথেই মোকাবিলা হবে।