• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

স্বাধীনতার চেতনায়-বুলবুল ললিতকলার মিরপুর ক্যাম্পাসে চিত্র প্রদর্শনী উদ্ধোধন


প্রকাশিত: ১:৫৮ এএম, ২৫ মার্চ ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

bulbul lolitkola-www.jatirkhantha.com.bdখন্দকার বাদশা  :   স্বাধীনতার চেতনায়-বুলবুল ললিতকলার মিরপুর ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার এক চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে। আজ  বিকেল ৩ টায় স্বাধীনতা  দিবস উপলক্ষে আয়োজিত এই চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন প্রিন্সিপাল মঙ্গল চন্দ্র মন্ডল।

উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন চিত্র প্রদর্শনীর কমিটির আহবায়ক খান মোহাম্মদ মোকাম্মল , সদস্য সচিব মঙ্গল চন্দ্র মন্ডল ও একাডেমীর সহ-সভাপতি মমরেজ হোসেন রাজামিয়া।  শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন লক্ষণ দা, মোঃ রফিকুল আলম, সুলতানা ইসলাম তিরানা, মোঃ নাজমুল হুসেইন রাসেল, শাহানা সুমী, সাধারণ সদস্য মীর হামিদ প্রমূখ।

এ চিত্রকলা প্রদর্শনী চলবে আগামী ২৫ ও ২৬শে মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শেখ ফজিলাতুন্নেসা ইসলামিক মহিলা ডিগ্রি কলেজ  এর ৪র্থ তলায়।

চিত্রকলা প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বুলবুল ললিতকলা একাডেমীর সকল চারুকলা বিভাগের সিনিয়র শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। চিত্রকলায় প্রকাশ পেয়েছে আবাহমান গ্রামবাংলা, সমসাময়িক, সামাজিক বৈষম্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি, ওয়েল কালারের বৃক্ষরাজি প্রভৃতি।