স্বর্ণমুদ্রা স্মাগলার ভারতীয় পাকরাও
স্টাফ রিপোর্টার : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০টি স্বর্ণমুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল। মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করে কাস্টমসের ওই দলটি। আটক ভারতীয় নাগরিকের নাম রমজান আলী (৪৭)। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী।
কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রমজান। তার কাছ থেকে ২৫০টি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৮৩ লাখ ১৫ হাজার টাকা। রমজান আলীকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে