• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

স্বপ্নের তরুণীদের জন্যে এখনই বিয়েতে ‌‌‌‌‌‍‍‌‌‌’না ড্যাশিং হিরো সাব্বির


প্রকাশিত: ৬:০৫ পিএম, ১ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৯ বার

 

দীনা করিম :    স্বপ্নের তরুণীদের জন্যে এখনই বিয়েতে ‌‌‌‌‌‍‍‌‌‌’না ড্যাশিং হিরো সাব্বির। ভারতের sabbir-www.jatirkhantha.com.bd-11ধর্মশালার সেই প্ল্যাকার্ড—‘ম্যারি মি সাব্বির’ চোখে পড়েছিল ক্রিকেটার সাব্বিরেরও।ওই তরুণী নিছক ফান করতেই ওই প্লাকার্ড বহন করেছিল। তবে নিজেকে ক্যামেরায় দেখাতে এটা ছিল তরুণীটির কৌশল।ওই কৌশলে সে সফল হয়েছে।টেলিভিশনের সৌজন্যে তরুণীর প্রস্তাব দেখেছে লক্ষ-লক্ষ দর্শক। ক্যামেরায় যখন তাঁকে দেখাল, মুখে রাজ্য জয়ের হাসি!
ধর্মশালায় সেই তরুণীর প্ল্যাকার্ড রেস্তোরাঁ নয়, পার্কও নয়; মেয়েটি বিয়ের প্রস্তাব দিতে বেছে নিল ঠিক জনাকীর্ণ গ্যালারি। কোনো রাখঢাক না রেখেই উঁচিয়ে ধরল প্ল্যাকার্ড—‘ম্যারি মি সাব্বির!’

সাব্বিরের চোখেও পড়েছিল প্ল্যাকার্ডটি। ক্রিকেট খেলতে গিয়ে বিয়ের প্রস্তাব পেয়ে কেমন লেগেছিল সাব্বিরের। ্্রমন প্রশ্নে এক চোট হাসলেন সাব্বির, ‘আসলে ভক্তদের এসব ভালোবাসা-পাগলামি ভালোই লাগে। মাঠে যখন অনেক চাপ থাকে, তখন আমাদের সমর্থন দিতে আসা দর্শকদের দিকে মাঝে মধ্যে তাকাই। তখন স্নায়ুচাপ অনেকটা কমে যায়। খেলাটা অনেক উপভোগ্য মনে হয়। ধীরে ধীরে স্বচ্ছন্দ হয় উইকেটে।

কিন্তু সাব্বির সত্যিই যেদিন বিয়ের পিঁড়িতে বসবেন, নিশ্চিত কয়েক হাজার তরুণীর মন ভেঙে যাবে। সাব্বিরের সেই ভক্তদের জন্য সুখবর, এখনই এমন ভাবনা নেই সাব্বিরের।
ব্যাটিংয়ের মতো এখানেও কিছু ‘টেকনিক’ অবলম্বন করেন বলেই জানালেন সাব্বির, ‘দলের সবার জন্য তো আর ‘“ম্যারি মি” লিখে আনে না! এগুলো মজা হিসেবে নিই। অনেকে এসএমএস হাই-হ্যালো পাঠিয়ে দেয়। আমিও সেভাবে জবাব দিই। কেউ সীমা ছাড়িয়ে গেলে তখন আর জবাব দিই না। কেউ আবেগপ্রবণ হয়ে গেলে সেভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’

ভক্তদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগের এখন বড় মাধ্যম ফেসবুক। কিন্তু ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের। অনুমতি না নিয়েই ইচ্ছে মতো ছবি-ভিডিও প্রকাশ, উল্টো-পাল্টা স্ট্যাটাস নিত্যই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি খেলোয়াড়ের নাম ভাঙিয়ে প্রতারণার দৃষ্টান্তও রয়েছে।

সাব্বির তাই সতর্ক করছেন তাঁর ভক্ত-সমর্থকদের, ‘বিষয়টি সত্যি বিভ্রান্তিকর। আমার ভেরিফায়েড ফ্যান পেজ থেকে বেশ কবার অনুরোধ করেছি ভুয়া আইডি থেকে সতর্ক থাকতে। সতর্ক না হলে আমার কী করার আছে বলুন!’তাঁর প্রত্যাশা, ভক্তরা নিশ্চয় ‘আসল’ আর ‘নকল’ সাব্বিরের পার্থক্য বুঝবেন।