• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

স্বপ্নপূরণে রাতভর ক্লাবে নাচলেন সুহানা


প্রকাশিত: ৮:০০ পিএম, ১৩ আগস্ট ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫৩ বার

বিনোদন রিপোর্টার : বলিউড সুপারস্টারের কন্যা বলেই হয়তো তার প্রতি মানুষের নজর একটু বেশি। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের চোখের আড়াল হতেই পারছেন না তিনি। যেখানে যা করছেন সবই উঠে আসছে খবরে। সম্প্রতি অনন্যা পাণ্ডে এবং সানায়া কাপুরসহ ‌’গার্লস গ্যাং’য়ের সঙ্গে রাতভর নাচতে দেখা গেল সুহানা খানকে।

চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে সুহানা খানের সম্পর্ক আগে থেকেই দারুণ বন্ধুত্বপূর্ণ। ক্লাব বা বার ছাড়াও নানা জায়গায় চাঙ্কি পাণ্ডের মেয়ের সঙ্গে দেখা যায় শাহরুখকন্যাকে। এবারও তার ব্যতিক্রম হলো না। রাতভর একসঙ্গে ক্লাবে নাচলেন তারা।

এদিকে সম্প্রতি ভোগ ম্যাগাজিনের ফটোশুটে দেখা যায় সুহানা খানকে। এই ফটোশুটে একেবারে অন্য এক সুহানাকে দেখতে পেয়েছেন সবাই। মেয়ের ফটোশুট নিয়ে কথা বলেছেন শাহরুখ খান। গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‌’ ‌এবার সুহানার দায়িত্ব অনেক বেড়ে গেল। ভোগের মতো ম্যাগাজিন তাকে সুযোগ করে দিয়েছে। সুহানা এবার তার স্বপ্ন পূরণের পথেই হাটবে।’