• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

‘স্থানীয় দালালরা টাকা নিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকাচ্ছে’


প্রকাশিত: ১:৩৩ এএম, ২৬ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬২ বার

 
টেকনাফ. কক্সবাজার.প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন bgb-dg-www-jatirkhantha-com-bdবলেছেন, কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বিজিবির একার পক্ষে ৬৩ কিলোমিটার জল সীমান্তসহ ২৭১ কিলোমিটার জলপথের শতভাগ নিরাপত্তা দেয়া সম্ভব না। স্থানীয় দালালরা রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশে ঢুকাচ্ছে। শুক্রবার দুপুর ১২টার দিকে টেকনাফ স্থলবন্দরের মালঞ্চ কটেজ প্রাঙ্গণে বিজিবি আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক এ কথা বলেন।

বিজিবি প্রধান বলেন, সীমান্তের দু’পারেই কিছু দালাল রয়েছে। তাদের সহযোগিতায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। যেসব পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ ঘটছে সেসব পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ওই পয়েন্টগুলোতে বিজিবির বাড়তি নজারদারি রয়েছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ বিষয়ে বিজিবির ডিজি আবুল হোসেন বলেন, এ সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট বিভাগ চিন্তা করছে। বিজিবির কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেয়া। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

এ সময় বিজিবি চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান, কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।