স্ত্রী নিয়ে ঝামেলায় পেসার শহীদ-এবার বিসিবিতে স্ত্রীর অভিযোগ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে স্ত্রী ফারজানা আকতার নির্যাতনের অভিযোগ করেছেন। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভবনে অভিযোগপত্র জমা দেন ফারজানা। মুন্সীগঞ্জের বাড়ি থেকে দুই সন্তান আরাফ ও আরোহীকে সঙ্গে নিয়ে নিয়ে মিরপুরের বিসিবির কার্যালয়ে আসেন তিনি।
অভিযোগপত্রে গুরুতর কথাই বলেন ফারজানা। মানসিক ও শারীরিক নির্যাতন, ঘর থেকে বের করে দেয়া, একাধিক মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, মেয়ে সন্তানকে অবহেলা ইত্যাদি অভিযোগ আনা হয়। গত দুই বছর ধরে শহীদ তার স্ত্রীর সঙ্গে থাকছেন না বলেও জানান ফারজানা।
২০১১ সালের ২৪ জুন শহীদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বলে জানান ফারজানা। বিয়ের প্রথম তিন বছর বছর ভালোই কাটে বলে জানান তিনি। এরপর থেকেই শহীদের নানা ‘অপকর্ম’ সামনে আসতে থাকে বলে দাবি তার স্ত্রীর। শহীদ শুরু থেকেই তার স্ত্রীর সকল অভিযোগ অস্বীকার করে আসছেন। ফারজানা বিসিবিতে অভিযোগ জানানোর পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি শহীদ।
২০১১ সালের ২৪ জুন ফারজানা-শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন। গত ২৩ জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বেড় করে দেয়ার অভিযোগ করা হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটলেও এখনো পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি শহীদ। ৫ টেস্টের ক্যারিয়ারে মাত্র ৫টি উইকেট নেন তিনি। এছাড়া লাল সবুজের জার্সিতে একটি টি-টোয়েন্টি এক উইকেট নেন এই ডানহাতি পেসার। বাংলাদেশের হয়ে এখনো ওয়ানডে অভিষেক হয়নি শহীদের।