• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

স্ত্রী খুন-দুইজন প্রেম করে বাড়ি ছেড়ে বিয়ে করেছিল


প্রকাশিত: ৪:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

 

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে রাকিব মন্ডল eeনামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রাকিবের বিরুদ্ধে তার নববিবাহিতা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে কলেজ ছাত্র রাকিব মন্ডলের সাথে গত ৪০ দিন আগে বিয়ে হয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের মেয়ে শিমু আক্তারের (১৮)। দুইজন প্রেম করে বাড়ি ছেড়ে বিয়ে করায় পরিবারের লোকজন সেটি মানতে পারেননি। পৌর এলাকার জয়বাংলার মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন নবদম্পতি।

গত মঙ্গলবার গভীর রাতে শিমুর রহস্যজনক মৃত্যু হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে ভোর ৪টার দিকে নিয়ে আসলেও এর ২ ঘণ্টা আগে মৃত্যু হয় তরুণীর।

পুলিশ হেফাজতে থাকা রাকিব জানান, মঙ্গলবার রাতে তার স্ত্রীর শ্বাসকষ্ট হয়। বিষয়টি তাৎক্ষণিক তার শাশুড়িকে জানান। পরে তেল মালিশ করলেও কমেনি। লোকজন ডেকে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের বাবা মোস্তাফিজুর রহমান তার মেয়েকে যৌতুকের দাবিতে মারধর করতো বলে থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগ, যৌতুকের জন্যই তার মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে রাকিব।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

আমব্রিনের বাজিমাত

২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:২৬
নাইস নূর
জনপ্রিয় উপস্থাপক আমব্রিন। ছবি : মীর ফরিদ

এনটিভির মিউজিক ইউফোনি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেছিলেন আমব্রিন। সেটা ২০০৮ সালের কথা। সেদিন আমব্রিনের অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। জীবনের প্রথম উপস্থাপনা, আবার সেটা সরাসরি সম্প্রচারিত, তাই অনুষ্ঠানের আগের রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি আমব্রিন। খুব বেশি নার্ভাস ছিলেন।

সেই আমব্রিনই এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে উপস্থাপনা করে বাজিমাত করেছেন। বিপিএলের তৃতীয় আসরেও তিনি ছিলেন, তবে এবার নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন। বিপিএলে উপস্থাপনা করে দেশে তো বটেই, আন্তর্জাতিকভাবেও পরিচিতি পেয়েছেন তিনি।

বিদেশি চ্যানেলেও উপস্থাপনায় দেখা গেছে আমব্রিনকে। এ নিয়ে আমব্রিনের উচ্ছ্বাসের কমতি ছিল না। এটা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিলও বলে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন তিনি।

এ বছর উপস্থাপনা করে যেমন দ্বিগুণ প্রশংসা তিনি কুড়িয়েছেন; পোশাক, চুলের স্টাইল, গেটআপ, মেকআপ নিয়েও আলোচিত হয়েছেন আমব্রিন। অনেকে কড়া সমালোচনা করেছেন। তবে আমব্রিন সোজাসাপ্টা উত্তর দিয়েছেন, ‘আমি খুব পজিটিভ গার্ল। সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারি। যাঁর ভালো লেগেছে, সে ভালোই বলবে, আর যাঁর খারাপ লেগেছে সে সেটাই বলবে। এ বিষয় নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আমি শুধু আমার কাজটা ঠিকমতো করতে চাই।’

এখন বেশ কিছু টেলিভিশন চ্যানেলে আমব্রিনের উপস্থাপনায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এর মধ্যে আমব্রিনের প্রিয়, চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘সিনেমা এক্সপ্রেস’। বললেন, “চলচ্চিত্র আমি অনেক পছন্দ করি। আমাদের দেশের চলচ্চিত্রের আলাদা ঐতিহ্য রয়েছে। মাঝখানে চলচ্চিত্রের অবস্থা খারাপ হলেও এখন আবার এগিয়ে চলেছে।

চলচ্চিত্রে অভিনয় করার অনেক প্রস্তাবও আমি পেয়েছি। তবে শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে হাতছাড়া করব না, একবাক্যে ‘হ্যাঁ’ বলে দেবো। তবে উপস্থাপনা আমার জীবনের প্রধান লক্ষ্য। এটা আমি সব সময় বলি।’

উপস্থাপনা ২০০৮ সাল থেকে শুরু করলেও নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকায় মাঝখানে কয়েক বছর মিডিয়ায় অনিয়মিত ছিলেন আমব্রিন। তবে এখন তিনি নিয়মিত। আর জানালেন, কাজের ব্যাপারেও খুবই সিরিয়াস। নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছেন তিনি।

এখন সামনের দিনগুলোর জন্য অপেক্ষা। আর দেখার বিষয়, আমব্রিন তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন কি না? আর পেলেও সেটা কত দিন লাগবে? নতুন বছরে আমব্রিনকে কি শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে? বাকিটা সময়ই বলে দেবে।