স্ত্রীর প্রেমে পাগল নায়ক – জাতিরকন্ঠ/www.jatirkhantha.com.bd
  • শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

স্ত্রীর প্রেমে পাগল নায়ক


প্রকাশিত: ৮:৪৫ পিএম, ১৯ অক্টোবর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৩৪ বার

Shahid_Kapoor-বিনোদন রিপোর্টার:    বিয়ের পর থেকেই খবরের শিরোনাম থেকে যেন নিজেদের সরাতে পারছেন শহীদ কাপুর দম্পতি। কদিন পর পর নতুন নতুন খবর নিয়ে তারা শিরোনামে আসছেন। তবে এইবার শিরোনামের পিছনে অবশ্য হাত রয়েছে শহীদ কাপুরের। কারণ তার কথায় সৃষ্টি হয়েছে এই শিরোনাম।

শহীদ কাপুরের বিয়ে হয়েছে সবে মাত্র। এরমধ্যেই শহীদ নিজের হাতের রশি ধরিয়ে দিয়েছেন তার স্ত্রী মীরাকে। প্রকাশ্যে তিনি জানালেন, ‘মীরাকে আমি নই, মীরা আমাকে কন্ট্রোল করে’।বিয়ের পরে মীরাকে নিয়ে বিশেষ কিছু বলতে শোনা যায়নি নায়ককে। কিন্তু এই প্রথমবার বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

গ্ল্যামার দুনিয়ার সঙ্গে কোনরকম যোগাযোগ ছিলনা মীরার। তবে বিয়ের পরই এন্ট্রি নিয়ে ফেলেছে চকচকে এই দুনিয়ায়। স্বামীর সঙ্গে মাসাবার পোশাকে ল্যাকমে ফ্যাশন র‍্যাম্প মাতিয়ে ফেলেছেন ইতিমধ্যে। শোনা গিয়েছিল, সিনেপর্দায়ও অভিষেক হতে চলেছে মীরার। কিন্তু জল্পনায় জল ঢেলে শহীদ বলেন, ‘মীরা অভিনয় করবে না’