• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

স্ত্রীর নামে ফেসবুক খুলে আ’লীগ নেতার প্রেম-অতপর শ্রীঘরে


প্রকাশিত: ৬:৩৭ পিএম, ২০ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৫ বার

লক্ষীপুর প্রতিনিধি   :  স্ত্রীর নামে ফেসবুক খুলে আ’লীগ নেতার প্রেম-অতপর ধরা পড়ে এখন শ্রীঘরে। 11দুই কিশোরের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের ধরে এনে নির্যাতন। অতপর মামলায় শ্রীঘরে কথিত প্রেমিক স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল আহসান রিপন ও তার সহযোগী জাহিদুল কবির।লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলোচিত এ ঘটনাটি ঘটেছে।

22পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা রিপন তার স্ত্রী তনু আহসানের নামে ফেসবুকে একটি আইডি খুলে। এ আইডি স্ত্রী তনুর হয়ে রিপন নিজেই ব্যবহার করে পৌর শহরের মধুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাসেদ ও পূর্ব কাঞ্চনপুর গ্রামের হারুন মিয়ার ছেলে রাকিবের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে।

রিপন ‘ফেসবুক প্রেমের ফাঁদে ফেলে’ ওই দুই কিশোরের সঙ্গে বিভিন্ন ছবি ও এসএমএস আদান প্রদান করে আসছে। আদান-প্রদান করা ওইসব ছবি ও এসএমএস নিয়ে শনিবার রাতে তাদের অভিভাকের কাছে রিপন দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তুলে নিয়ে পুলিশে দেয়া হবে বলে হুমকি দিয়ে যায় রিপন।

অভিভাবকরা দাবিকতৃ টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার দুপুরে ওই দুই কিশোরকে রিপনসহ চার-পাঁচজন যুবক অপহরণ করে তুলে নিয়ে পরিত্যক্ত একটি অফিস কক্ষে আটকে রেখে নির্যাতন চালায়।

সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ দুই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিত কিশোরের চাচার দায়ের করা মামলায় রিপন ও তার সহযোগীকে গ্রেফতার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।