• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

স্ত্রীকে সময় না দেয়ায়-শিল্পার সংসারে আগুন!


প্রকাশিত: ৩:০৮ পিএম, ২ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

বিনোদন প্রতিবেদক   :   এ বছর বলিউডের তারকাদের প্রেমের সম্পর্কের পাট চুকে যাওয়া ও Shilpa-Shettyদম্পতিদের বিচ্ছেদ হতবাক করে দিচ্ছে সবাইকে। এর মধ্যে অনেকেই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন, আবার কারও কারও সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন ছড়াচ্ছে। এবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও ব্যবসায়ী রাজ কুন্দ্র দম্পতির সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে।

shilpa-2শিল্পার স্বামী রাজের বেশিরভাগ সময় কাটে ব্যবসা নিয়ে। শোনা যাচ্ছে, বিছানা ও ব্যাগপত্র নিয়ে অফিসকেই নাকি বাড়ি ব‍ানিয়ে ফেলেছেন তিনি! এ কারণেই মূলত তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এর পরিণতিতে বিচ্ছেদ পর্যন্ত হওয়ার আশংকা রয়েছে।
11
২০০৯ সালে রাজ কুন্দ্রকে ভালোবেসে বিয়ে করেন শিল্পা। ভিহান রাজ কুন্দ্র নামে তাদের চার বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী, সন্তান ও সংসারেই মনোযোগী শিল্পা। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এর অংশ হিসেবে কয়েকদিন আগে ঢাকায় ঘুরে গেছেন তিনি।