• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

স্ত্রীকে পতিতালয়ে বিক্রির দায়ে লম্পট স্বামীর যাবজ্জীবন সাজা


প্রকাশিত: ১:৫৪ এএম, ১৯ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৫৬ বার

111লালমনিরহাট থেকে এস এম খলিল বাবু  :   স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির দায়ে মেছের আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়া মোহাম্মদ আলী আকবার আজিজীর আদালত এই রায় ঘোষণা করেন। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

জানা গেছে, জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের বেলাল হোসেনের কন্যা আয়েশা খাতুনের বিয়ে হয় পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মেছের আলীর সঙ্গে।

বিয়ের এক বছর না পেরুতে ১৯৯৯ সালের ২৩ জুন স্বামী মেছের আলী স্ত্রী আয়েশাকে ফুলবাড়ি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের শিলিগুড়িতে অবস্থিত একটি পতিতালয়ে বিক্রি করে দেন।

সেখানে সাড়ে ৩ বছর থাকার পর আয়েশা কৌশলে বাংলাদেশে তার বাবার বাড়িতে চলে আসেন। এরপর ২০০৫ সালের ৬ এপ্রিল এ ঘটনায় নিজে বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। এরপর দীর্ঘদিন বিচারকাজ চলার পর আজ বুধবার আদালত মেছের আলীরকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডদেশ প্রদান করেন।