স্কুল ছাত্র বিভো’র খুনী আলামিন-আরমিনের ফাঁসি দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিদওয়ান ইসলামের (বিভো) হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন ওই এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বন্ধু ও এলাকাবাসী। আজ শনিবার সকালে তারা স্থানীয় ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে মানববন্ধন করেছে। সেখানে বিভিন্ন স্কুলের শিশু-কিশোরেরা বিভোর হত্যাকারীদের শাস্তি দাবি করে ‘বিচার চাই’ ‘বিচার চাই’ বলে স্লোগান দেয়।
মানববন্ধনে ধলপুরের গোলাপবাগ এলাকার রোজ গার্ডেন উচ্চ বিদ্যালয় ও সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের সঙ্গে মানববন্ধনে অংশ নেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এবং বিভোর স্থানীয় বন্ধু ও খেলার সাথিরা।
মানববন্ধনে বিভোর সহপাঠী ও বন্ধু শাহরিয়ার হোসেন ও মো. আবদুল্লাহ ঘটনার দিনের বর্ণনা দেয়। তারা বলে, বাসার সামনে বিভো ও তারা খেলছিল। এ সময় পেছন দিক থেকে আলামিন এসে ছুরি দিকে আঘাত করে। এ সময় তারা দৌড়ে বাসায় এসে সবাইকে খবর দেয়।
রিদওয়ানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভোর বাবা নজরুল ইসলাম বলেন, আলামিন ও আরমিন দুই ভাই তাঁর কাছে অনেক দিন ধরেই চাঁদা চাচ্ছিল। কিন্তু না দেওয়ার কারণে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত গত ৩১ জানুয়ারি ধলপুরের ব্রাহ্মণচিরণ এলাকায় নিজ বাসার সামনে খুন হয় বিভো। ওই দিনই তার বাবা নজরুল আলামিন ও আরমিনকে আসামি করে মামলা করেন। ঘটনার পরই এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকারীদের ফাঁসির দাবিতে আগামী ৪ মার্চ বিভোর নিজ স্কুল নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে।