• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

স্কুলে স্কুলে বিকেলে অবৈধ কোচিং


প্রকাশিত: ৮:১৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৪৭ বার

স্টাফ রিপোর্টার : র‌্যাবের হানায় বিভিন্ন স্থানের অবৈধ কোচিং সেন্টারগুলো বন্ধ হলেও বিভিন্ন স্কুলের অভ্যন্তরে’র কোচিং সেন্টারগুলো বহাল তবিয়তে চলছে। বিশেষ করে রমনা থানা এলাকা, মগবাজার, মধুবাগ, মালিবাগ, রামপুরা, আফতাবনগর, বারিধারা, খিলগাঁও এলাকার অবৈধ কোচিং বানিজ্যের সঙ্গে জড়িত খোদ স্কুলের শিক্ষকরা। এলাকাবাসীর অভিযোগ র‌্যাব যদি মহল্লায় মহল্লায়, বিশেষ করে স্কুল গুলিতে বিকেল বেলায় হানা দেয় তবে এই কোচিং ক্রিমিনালদের ধরতে পারবে।

ফার্মগেটে সিলগালা কোচিং সেন্টার-
রাজধানীর ফার্মগেট এলাকায় অবৈধভাবে কোচিং সেন্টার চালানোর দায়ের ছয়টি কোচিং সেন্টারে সিলগালা ও পাঁচজনকে জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জাতিরকন্ঠ কে জানান, এসব কোচিং সেন্টার সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালনা করছিল।

এর আগেও তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এরপরও তারা কোচিং ব্যবসা বন্ধ করেনি।সারোয়ার আলম জানান, অভিযানে ফার্মগেট এলাকার ছয়টি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্ট পাঁচজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে র‌্যাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এখনও চলছে বলেও জানান তিনি।