সৌদি থেকে ফিরলেন ৩৬৬ বাংলাদেশী
বিমান বন্দর প্রতিনিধি : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সৌদি আরব থেকে ঢাকায় এসেছেন ৩৬৬ জন বাংলাদেশি। এদের মধ্যে ২৩৪ জন বাংলাদেশি সৌদি কারাগারে বন্দি ছিলেন। অন্য দিকে দেশটিকে করোনার কারণে আটকে ছিলেন ১৩২ জন।১৫ এপ্রিল, বুধবার রাত সোয়া ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
জাতিরকন্ঠ কে বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান।জানা গেছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ে কারো শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে পাঠানো হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। এছাড়াও ফ্লাইটের বাকিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।