• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

সৌদিতে মক্কার বড় মসজিদে পদদলিত হয়ে ১৮ মুসল্লি আহত


প্রকাশিত: ৩:৩৯ পিএম, ৩ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৬৬ বার

সৌদ আরব থেকে আবুল হোসেন   :   সৌদি আরবের মক্কার বড় মসজিদ থেকে হুড়োহুড়ি করে বের Saudi arab-www.jatirkhantha.com.bdহওয়ার সময় পদদলিত হয়েই ১৮ মুসল্লি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার শবে কদরের নামাজ শেষে এ ঘটনা ঘটে। আল-অ্যারাবিয়া পত্রিকার শনিবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পবিত্র বড় মসজিদে অনেক মুসল্লি শবে কদরের নামাজ পড়েন। নামাজ শেষে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অনেকে আহত হন। তবে কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

প্রতিবছর রমজান মাসের শেষ ১০ দিনে হাজার হাজার মানুষ মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যান। সেপ্টেম্বরে হজ পালনে প্রতিবছর আগাম নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে থাকে সৌদি আরবের সরকার। এ জন্য এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর হজের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকার মুসল্লিদের ইলেকট্রনিক নিরাপত্তা ব্রেসলেট দেবে। এই ব্রেসলেটে মুসল্লিদের তথ্য, ঠিকানা এবং ব্যক্তির রোগ ও চিকিৎসার সম্পর্কে তথ্য থাকবে।