• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

সোয়া কোটি টাকা জেতার অফার জুয়ার বিজ্ঞাপনে সাকিব


প্রকাশিত: ৪:১১ এএম, ৭ সেপ্টেম্বর ২৩ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৮ বার

শফিক রহমান : ফের জুয়ার বিজ্ঞাপনে এসেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি এশিয়া কাপের শুরু থেকেই ভারতীয় পত্রিকা আনন্দবাজারে এই বিজ্ঞাপন টি দেখা যাচ্ছে। গত ১ সেপ্টেম্বর দৈনিক আনন্দবাজার পত্রিকায় সাকিবের বিজ্ঞাপনটি ছিল অনলাইনের প্রচ্ছদ পাতার বামের অংশে।

সি এক্স ক্রিকেস- ক্রিক এক্স-বিজ্ঞাপনের ভাষায় বলা হয়, ”এশিয়া কাপ জ্বরে যোগ দিন। ১ কোটি ২৫ লক্ষ টাকার হান্টিং বেনাসে যোগ দিন। খেলুন এবং জিতুন। এখনি যোগ দিন”

বিজ্ঞাপনের নিচে সাকিবের ছবি এবং এশিয়া কাপের ছবি দৃশ্যমান হচ্ছে। বোঝাই যাচ্ছে, এটি সাকিবের সম্মতি ছাড়া হয়নি। কিন্তু কেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বত্র!!