• শনিবার , ১৯ অক্টোবর ২০২৪

সোহেল হাজারী-টাঙ্গাইল-৪ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন


প্রকাশিত: ৯:৫৯ পিএম, ৮ অক্টোবর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২০৭ বার

বিশেষ প্রতিবেদক:   সোহেল হাজারী টাঙ্গাইল-৪ আসনে (কালিহাতি) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাছান ইমাম খান (সোহেল হাজারী)। আজ বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সSohel-hazari-www.jatirkhantha.com.bdভায় তাঁকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ডের বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে তা জমা দেয় ১৯ প্রার্থী। ৬ অক্টোবর তাঁদের সাক্ষাৎকার নেয় দলটির সংসদীয় বোর্ড। তবে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা যাচাই করে আজ বৈঠক করে টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী চূড়ান্ত করল দলটি।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ অক্টোবর হবে যাচাই-বাছাই; ২১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।